অদ্য ২১/০১/২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা র্কাযালয়, শরীয়তপুর র্কতৃক নড়িয়া থনাধীন এলাকায় অভিযান পরচিালনা করে ০১(এক) জন গাঁজা ব্যবসায়ীকে ২০0(দুইশত) গ্রাম গাঁজাসহ সবেনরত অবস্থায় হাতনোতে গ্রেফতার করা হয়। জনাব মো: পারভেজ, বিজ্ঞ নির্বাহী ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পালং, শরীয়তপুর আসামিকে ০6(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 5০০ (পাঁচশত) টাকা র্অথদণ্ড প্রদান করনে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস