অদ্য ২৫/০১/২০২৫ ইং তারিখ পালং থানাধীন শান্তিনগর রোডস্থ ওয়ালটন সার্ভিসিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর আসামী মো: কাউছার (২৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের বাম পাশের পকেটে লুকানো অবস্থায় একটি প্লাষ্টিকের নীল রঙের জিপারের ভিতর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ৩০ (ত্রিশ) পিস, ওজন ০৩ (তিন) গ্রাম (ওজন পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত) এবং ডান পকেটে মাদক বিক্রিত নগদ বাংলাদেশী টাকা ১০,০০০ (দশ হাজার) (নোটের বর্ণনা ১০০০/- টাকার নোট ৫টি, ৫০০/- টাকার নোট ১০টি) উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে আসামী মো: কাউছার (২৪) কে হাতেনাতে গ্রেপ্তার করে পালং থানায় একটি নিয়মিত মামলা দায়ের করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস