অদ্য 0৮/০২/২০২৫ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা র্কাযালয়, শরীয়তপুর র্কতৃক পালং থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ০১(এক) জন গাঁজা ব্যবসায়ীকে ১০০(একশত) গ্রাম গাঁজাসহ সবেনরত অবস্থায় হাতনোতে গ্রেফতার করা হয়। জনাব ইমতিয়াজ বেপারী (৩৬) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পালং, শরীয়তপুর আসামিকে ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা র্অথদণ্ড প্রদান করনে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস