পালং মডেল থানাধীন রুদ্রকর ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড মধ্য সোনামুখী গ্রামস্থ আসামী মোঃ ইসহাক মৃধার নিজ দখলীয় ০৩ (তিন) কক্ষ বিশিষ্ঠ টিনের ছাউনি ও বেড়াযুক্ত পূর্ব দুয়ারী বসতঘর তল্লাশী করে মাঝখানের কক্ষে একটি পলি প্যাকেটের মধ্যে এ্যামফিটামিন যুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৪০ (চল্লিশ) পিস, ওজন- ০৪ (চার) গ্রাম (ওজন পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত), মূল্য অনুমান ৪০ x ৩০০=১২,০০০/- (বারো হাজার) টাকা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে পালং মডেল থানায় একটি নিয়মিত মামলার এজাহার দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস