থানাধীন নড়িয়া পৌরসভা ০৪ নং ওয়ার্ড পূর্ব নড়িয়া নদীর পাড়স্থ আসামী রিপন হাওলাদার (৪৮) এর নিজ দখলীয় ০২(দুই) কক্ষ বিশিষ্ট সেমি পাকা পূর্ব দুয়ারী বসতঘর তল্লাশী করে পশ্চিম পাশের কক্ষে একটি সিনথেটিক ব্যাগের ভিতর দুইটি পলিথিনের প্যাকেটে মোড়ানো গাঁজা (১০০০+৭০০) গ্রাম = ১.৭০০ (এক কেজি সাতশত গ্রাম) গাঁজা ওজন পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত, উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে নড়িয়া থানায়একটি নিয়মিত মামলার এজাহার দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস