অদ্য ০৮/১১/২০২৪ ইং তারিখে উল্লেখিত ঘটনাস্থলে আসামীর দখলীয় বসতঘর ১০:০০ ঘটিকায় ঘেরাও করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী সর্ব জনাব ১। আ: গনি ফরাজী (৬০) ২। দানেশ মাতবর (৫৯) এবং রেইডিং পার্টির সদস্যদের সম্মুখে ঘেরাওকৃত বসতঘরের দক্ষিন পাশের কক্ষের মধ্যে পূর্ব পাশে রক্ষিত খাটের উপর তোষকের নীচে লুকায়িত একটি শপিং ব্যাগের মধ্যে গাঁজা ২০০ (দুইশত) গ্রাম উদ্ধার করে জাজিরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস