১০/১১/২০২৪ ইং তারিখে উল্লেখিত ঘটনাস্থলে আসামীর দখলীয় বসতঘর ০৮:০০ ঘটিকায় ঘেরাও করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী সর্ব জনাব ১। শহিদ কাজি (৩০) ২। সেলিম বেপারী (৩৭) এবং রেইডিং পার্টির সদস্যদের সম্মুখে ঘেরাওকৃত বসতঘরে আসামীকে বিধি মতে তল্লাশী করে আসামীর পরিহিত লুঙ্গির পিছনের কোচরে গুজানো অবস্থায় একটি নীল রংয়ের পলি প্যাকেটের ভিতর অবৈধ মাদকদ্রব্য অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ৪০০ (চারশত দশ) পিস, ওজন- ৪০ (চল্লিশ) গ্রাম (ওজন পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত) উদ্ধার করে জাজিরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস