অদ্য ২৯/০৮/২০২৪ খ্রিঃ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শরীয়তপুর কর্তৃক পালং থনাধীন তুলাসার গ্রামে অভিযান পরিচালনা করে 01(এক) জন গাঁজা সেবনকারীকে ০৫ (পাঁচ) গ্রাম গাঁজাসহ সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। জনাব নাফিস এলাহী, বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পালং, শরীয়তপুর আসামিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং আরও ০২ (দুই) জন গাঁজা ব্যবসায়ীর প্রত্যেককে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ বিক্রিত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। জনাব নাফিস এলাহী, বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পালং, শরীয়তপুর আসামিদ্বয়দের প্রত্যেককে ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস