গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জেলা কার্যালয়, শরীয়তপুর
Email : shariatpur@dnc.gov.bd
সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার)
১. ভিশন ও মিশন
ভিশন: (Vission) মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়া।
মিশন: (Mission) দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে এনফোর্সমেন্ট ও আইনী কার্যক্রম জোরদার, মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে মাদকের অপব্যবহার কমিয়ে আনা।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা:
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা (কর্মদিবস) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
নারকোটিক ড্রাগস আমদানী, মজুদ ও পাইকারী বিক্রয়ের লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন ( ডাউনলোড )।
৩) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি।
৫) জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র কপি। ৬) প্রতিষ্ঠানের নকশা কপি। ৭) প্রতিষ্ঠানটির হালনাগাদ আমদানি নিবন্ধনপত্র কপি।
১১) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কপি।
১৩) প্রতিষ্ঠানটির কর্মচারীদের তালিকা কপি। ১৪) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদপত্র কপি। ১৫) ঔষধ উৎপাদনের এনেক্সারের হালনাগাদ কপি। ১৬) সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশ পত্র। |
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২ |
নারকোটিক ড্রাগস রপ্তানী, মজুদ ও পাইকারী বিক্রয়ের লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন ( ডাউনলোড )।
৩) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি।
৫) জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র। 6) প্রতিষ্ঠানের নকশা কপি। ৭) প্রতিষ্ঠানটির হালনাগাদ রপ্তানি নিবন্ধন পত্র।
১২) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট।
১৪) প্রতিষ্ঠানটির কর্মচারীদের তালিকা। ১৫) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদপত্র। ১৬) ঔষধ উৎপাদনের এনেক্সারের হালনাগাদ কপি। ১৭) সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশ পত্র। |
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩ |
নারকোটিক ড্রাগস উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ , মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)।
৩) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি।
৫) জমির দলিল/ভাড়ার চুক্তিপত্রের কপি। ৬) প্রতিষ্ঠানের নকশা কপি। ৭) প্রতিষ্ঠানটির হালনাগাদ আমদানি নিবন্ধন পত্র।
১১) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট।
১৩) প্রতিষ্ঠানটির কর্মচারীদের তালিকা। ১৪) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদপত্র। ১৫) ঔষধ উৎপাদনের এনেক্সারের হালনাগাদ কপি। ১৬) সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশ পত্র। |
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৪ |
নারকোটিক ড্রাগস মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স (উৎপাদনকারী ও অন্যান্য পাইকারী বিক্রেতা) প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন।
৩) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স এর কপি।
৫) জমির দলিল/ভাড়ার চুক্তিপত্র। 6) প্রতিষ্ঠানের নকশা কপি। ৭) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র।
১০) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট।
১২) প্রতিষ্ঠানটির কর্মচারীদের তালিকা। ১৩) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদপত্র। ১৪) ঔষধ উৎপাদনের এনেক্সারের হালনাগাদ কপি। ১৫) সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশ পত্র। |
১০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৫ |
নারকোটিক ড্রাগস মজুদ ও খুচরা বিক্রয়ের লাইসেন্স ( ফার্মেসী) প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)।
৩) হালনাগাদ ড্রাগ লাইসেন্স কপি। ৪) হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র। ৫) ফার্মাসিষ্টের জীবন বৃত্তান্ত, সনদপত্র/প্রত্যয়নপত্র ও নিয়োগপত্র। ৬) দোকানে নিয়োজিত কর্মচারীদের তালিকা। ৭) দোকান ভাড়ার চুক্তিপত্র/জমির দলিলের ছায়ালিপি। ৮) প্রতিষ্ঠানের খসড়া মানচিত্র কপি। ৯) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট কপি।
|
মহানগরের ক্ষেত্রে ১২০০/- ও অন্যান্য এলাকার জন্য ১০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৬ |
নারকোটিক ড্রাগস ব্যবহারের পারমিট প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)।
৩) হালনাগাদ ক্লিনিক লাইসেন্স কপি। ৪) হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়নপত্র। ৫) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্স কপি। ৬) হাসপাতাল/ক্লিনিক ভাড়ার চুক্তিপত্র/জমির দলিল। ৭) হাসপাতাল/ক্লিনিকে নিয়োজিত ডাক্তারদের তালিকা (রেজি: নম্বরসহ) ও তাদের নিয়োগপত্র, যোগদানপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র । ৮) হাসপাতাল/ক্লিনিকে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের তালিকা। ৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ১৪ মোতাবেক (তদন্ত কর্মকর্মকর্তার সুস্পষ্ট মতামতসহ) প্রতিবেদন । ১০) হাসপাতাল/ক্লিনিকে বিগত ০৬(ছয়) মাসের অপারেশনের সংখ্যা সংক্রান্ত বিবরণ। ১১) সংশ্লিষ্ট মেট্রো উপ অঞ্চল/জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশ পত্র। |
মহানগরের ক্ষেত্রে ১২০০/- ও অন্যান্য এলাকার জন্য ১০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৭ |
শিল্প প্রতিষ্ঠানসমূহে ব্যবহারের জন্য রেকটিফাইড স্পিরিট/ এ্যাবসলিউট এ্যালকোহল/ ইথাইল এ্যালকোহল/ স্ট্রং এ্যালকোহল (এইচ এস কোড -২২০৭) আমদানি, রপ্তানি ও মজুদ রাখার লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি। ৩) হালনাগাদ মেয়াদের আমদানি নিবন্ধনপত্র।
৫) ফায়ার ও সিভিল ডিফেন্স লাইসেন্স কপি। ৬) বিষ্ফোরক লাইসেন্স কপি। ৭) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কপি। ৮) পণ্য প্রস্তুতের রেসিপি কপি।
১০) প্রতিষ্ঠানের খসড়া মানচিত্র কপি।
|
বার্ষিক ৫০০০ লিটার পর্যন্ত ১০০০০/-, বার্ষিক ১০০০০ লিটার পর্যন্ত ১৫০০০/-ও বার্ষিক ১০০০০ লিটার এর উর্ধ্ব ২০০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৮৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৮ |
রেকটিফাইড স্পিরিট/ এ্যাবসলিউট এ্যালকোহল/ ইথাইল এ্যালকোহল/ স্ট্রং এ্যালকোহল (এইচ এস কোড -২২০৭) মজুদ ও ব্যবহারের পারমিট প্রদান। |
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।
৪) ফায়ার ও সিভিল ডিফেন্স লাইসেন্সের কপি। ৫) বিষ্ফোরক লাইসেন্সের কপি। ৬) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি। ৭) পণ্য প্রস্তুতের রেসিপি
৯) প্রতিষ্ঠানের খসড়া মানচিত্র কপি।
|
৫০০ লিটার পর্যন্ত ৪০০০/-, ১০০০ লিটার পর্যন্ত ৬০০০/- ও ১০০০ লিটার উর্ধ্বে ৪০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৯ |
এ্যালোপ্যাথিক ঔষধ শিল্পে ব্যবহারের জন্য রেকটিফাইড স্পিরিট, এ্যাবসলিউট এ্যালকোহল/ ইথাইল এ্যালকোহল/ স্ট্রং এ্যালকোহল মজুদ ও ব্যবহারের পারমিট প্রদান। |
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন। ২) ঔষধ প্রশাসন অধিদপ্তরের সুপারিশ পত্র।
১০) বিষ্ফোরক লাইসেন্সের কপি। 11) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি। ১2) আবেদনকারী সম্পর্কে পুলিশ প্রতিবেদন কপি।
|
বার্ষিক বরাদ্দ ১০০০ লিটার ৪০০০/, বার্ষিক বরাদ্দ ৫০০০ লিটার পর্যন্ত ৯০০০/- ও বার্ষিক বরাদ্দ ৫০০০ লিটার এর উর্ধ্বে ১০০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১০ |
বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য রেকটিফাইড স্পিরিট/ এ্যাবসলিউট এ্যালকোহল/ ইথাইল এ্যালকোহল/ স্ট্রং এ্যালকোহল (এইচ এস কোড -২২০৭) মজুদ ও ব্যবহারের পারমিট প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।
|
বার্ষিক বরাদ্দ ২০ লিটার ১০০০/, বার্ষিক বরাদ্দ ৫০০ লিটার পর্যন্ত ৩০০০/-, বার্ষিক বরাদ্দ ৫০০ লিটার এর উর্ধ্বে ৫০০০/-ও অন্যান্য বাণিজ্যিক লক্ষ্যে ১০০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১১ |
হোমিওপ্যাথিক ঔষধ প্রসত্মুতের জন্য রেকটিফাইড স্পিরিট/ স্ট্রং এ্যালকোহল/ ইথাইল এ্যালকোহল (এইচ এস কোড -২২০৭) আমদানি ও মজুদ লাইসেন্স প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।
১৪) বিস্ফোরক লাইসেন্সের কপি। ১৫) আমদানি নিবন্ধন পত্র। ১৬) সুগার এন্ড ফুড ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের অনাপত্তিপত্র। ১৭)সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় কার্যালয়ের সুপারিশ পত্র। |
বার্ষিক বরাদ্দ ১০০০ লিটার ৫০০০/, বার্ষিক বরাদ্দ ৫০০০ লিটার পর্যন্ত ১০০০০/- ও বার্ষিক বরাদ্দ ১০০০০ লিটার ১৫০০০/- ও বার্ষিক বরাদ্দ ১০০০০ লিটার এর উর্ধ্বে ২০০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৮৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১২ |
হোমিওপ্যাথিক ঔষধ প্রসত্মুতের জন্য রেকটিফাইড স্পিরিট/ স্ট্রং এ্যালকোহল/ ইথাইল এ্যালকোহল (ইথাইল) (এইচ এস কোড -২২০৭) সংগ্রহ, সংরক্ষণ , পরিবহন এবং ঔষধ (মাদার টিংচার) তৈরীর উপাদান হিসেবে ব্যবহারের পারমিট প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্যাডে আবেদন (ডাউনলোড)। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।
৪) ফায়ার লাইসেন্সের হালনাগাদ কপি।
৬) হালনাগাদ ড্রাগ ম্যানুফ্যাকচার লাইসেন্সের(হোমিও) কপি।
|
বার্ষিক বরাদ্দ ১০০০ লিটার ৯০০০/, বার্ষিক বরাদ্দ ৫০০০ লিটার পর্যন্ত ১২০০০/- ও বার্ষিক বরাদ্দ ১০০০০ লিটার পর্যন্ত ১৫০০০/- বার্ষিক বরাদ্দ ১০০০০ লিটার এর উর্ধ্বে ১৮০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৩ |
হোমিওপ্যাথিক চিকিৎসক কর্তৃক ঔষধ শক্তিকরণ (ডাইলুশন) এর জন্য রেকটিফাইড স্পিরিট মজুদ ও ব্যবহারের পারমিট প্রদান।
|
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্যাডে আবেদন (ডাউনলোড)। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।
|
বার্ষিক বরাদ্দ ২৫ লিটার ১০০০/, বার্ষিক বরাদ্দ ১০০ লিটার পর্যন্ত ১৫০০/- ও বার্ষিক বরাদ্দ ৫০০ লিটার পর্যন্ত ২০০০/- বার্ষিক বরাদ্দ ১০০০ লিটার পর্যন্ত ৫০০০/- ও বার্ষিক বরাদ্দ ১০০০ লিটার এর উর্ধ্বে ৭০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৪ |
এ্যালকোহল/ স্ট্রং এ্যালকোহল/ রেকটিফাইড স্পিরিট সমবলিত হোমিওপ্যাথিক ঔষধ পাইকারী বিক্রয়ের লাইসেন্স প্রদান। |
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে/প্যাডে আবেদন (ডাউনলোড)। ২) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি।
|
৭,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৫ |
মাদকাসক্তির পরামর্শ, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) বিধি নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড) (স্বাক্ষরকারীর নাম ও পদবীসহ স্বাক্ষর)।
(ক) মালিক হলে মূল দলিলের সার্টিফাইড কপি অথবা ভাড়া বাড়িতে হলে চুক্তিপত্রের উভয় পৃষ্ঠার ফটোকপি। ৪) হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়ন পত্রের কপি। ৫) হালনাগাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্স এর সনদপত্রের কপি। ৬) সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের মতামত। ৭) প্রতিষ্ঠানটিতে পুরো কেন্দ্রের কাভারেজসহ নাইটভিশন সিসি ক্যামেরা আছে কিনা? ৮) সংশ্লিষ্ট বিধিমালার ৪(১) এর শর্তাবলী প্রতিপালিত হয়েছে কিনা? বিষয়সমূহের একটি পৃথক বিবরণ সংযুক্ত করতে হবে(সংযুক্তি -১ দ্রষ্টব্য)। ৯) বেড সংখ্যা। ১০) সার্বক্ষনিক ডাক্তার/ডাক্তারদের সংখ্যা ও রেজিঃ সনদ ও যোগদান পত্রের কপি। ১১) মনোচিকিৎসকের সংখ্যা ও রেজিঃ সনদ ও যোগদান পত্রের কপি। ১২) নার্স বা ওয়ার্ড এর সংখ্যা, শিক্ষাগত সনদ ও যোগদান পত্রের কপি। ১৩) সুইপার এর সংখ্যা ও যোগদান পত্রের কপি। ১৪) আবেদনকৃত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ভিতর ও বাহিরের ছবি (সর্বনিম্ন ০৫ টি ছবি)। ১৫) আবেদনের সাথে রোগীদের জন্য সরবরাহকৃত ডায়েট চার্ট। |
শুধুমাত্র পরামর্শ কেদ্র ২০০০/-, ১০ বেড পর্যন্ত ৫০০০/-, ২০ বেড পযন্ত ১০০০০/- ২০ বেড এর অধিক ২০০০০/- ও পুনর্বাসন কেন্দ্রের ক্ষেত্রে ১০ বেড ১০০০০/-, ২০ বেড পর্যন্ত ২০০০০/-,২০ বেড এর অধিক হলে ৩০০০/- অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৬ |
রেক্টিফাইট স্পিরিটের বন্ডেড পণ্যাগার ও পাইকারী বিক্রয়ের লাইসেন্স অনুমোদন প্রদান। |
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে অনুমোদন প্রদান সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা কার্যালয় হতে ইস্যু করা হয়। |
১) প্রতিষ্ঠানের আবেদন। ২) ট্রেড লাইসেন্সের কপি। ৩) আয়কর সনদ এর কপি। ৪) প্রসত্মাবিত গুদাম ঘরের দলিলেল অনুলিপি/ভাড়ার চুক্তিপত্র। ৫) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্সের কপি। ৬) প্রতিষ্ঠানটির মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অব এসোসিয়েশন। ৭) প্রস্তাবিত স্থানে লাইসেন্স প্রদানের বিষয়ে ওর্য়াড কমিশনার/ইউপি চেয়ারম্যান এর অনাপত্তিপত্র। ৮) কর্মকর্তা/কর্মচারীদের তালিকা এবং নিয়োগপত্র। ৯) প্রতিষ্ঠানের যন্ত্রপাতির তালিকা। ১০) রেসিপির অনুলিপি। ১১) আবেদনকারী সম্পর্কে পুলিশ প্রতিবেদনের কপি। ১২) সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের সুপারিশ পত্র। ১৩) বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সুপারিশ পত্র। |
৫০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৭ |
সাইকোট্রপিক সাবস্ট্যান্স আমদানী, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)।
|
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৮ |
সাইকোট্রপিক সাবস্ট্যান্স রপ্তানী, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)।
১০) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র
|
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
১৯ |
সাইকোট্রপিক সাবস্ট্যান্স উৎপাদন/ প্রক্রিয়াজাতকরণ, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানার স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পযর্ন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি। ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রশিদ ৬) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি। ৭) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নকশা কপি। ৮) গোডাউনের খসড়া মানচিত্র কপি। ৯) প্রতিষ্ঠানটির হালনাগাদ আমদানি নিবন্ধন প্রত্যয়ন পত্র। ১০) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র। ১১) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হালনাগাদ সনদপত্র কপি। ১২) প্রতিষ্ঠানটির ব্যাংক সলভেন্সীর সনদকপি। ১৩) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ১৪) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টকপি। ১৫) শিল্পপ্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা, কারখানার উৎপাদনের রেসিপি/এনেক্সার (হালনাগাদ নবায়িত ও প্রোডাকশন ফ্লোচার্ট, প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বিবরণ এবং আমদানিকৃত কেমিক্যালস এর ব্যবহারের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারীদের তালিকা ও উৎপাদনের প্রক্রিয়া , প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ এবং ১৬) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র । |
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২০ |
সাইকোট্রপিক সাবস্ট্যান্স মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন।
|
৩,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২১ |
সাইকোট্রপিক সাবস্ট্যান্স মজুদ ও খুচরা বিক্রয় লাইসেন্স প্রদান। |
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)।
|
মহানগেরর ক্ষেত্রে ১০০০/- অন্যান্য এলাকার জন্য ৫০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২২ |
মদের আমদানি-রপ্তানি লাইসেন্স (ক) বিদেশিমদের আমদানি লাইসেন্স, (খ) বিলাতিমদের রপ্তানি লাইসেন্স। |
নির্ধারিত ফরমে এবংসংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি।
|
(ক) বিদেশীমদের আমদানি লাইসেন্স ফি: ১,০০,০০০/- (খ) বিলাতিমদের রপ্তানি লাইসেন্স ফি: ১০,০০০/-অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৩ |
বিলাতি/ বিদেশমদের ব্রান্ড রেজিস্ট্রেশন প্রদান (পাঁচ অর্থ-বৎসরের জন্য)। |
নির্ধারিত ফরমে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন, সেপ্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) বার লাইসেন্সের নবায়নের অনুলিপি।
(আবেদনের লিংক- //www.mygov.bd/service/?id=BDGS-1639041398) |
প্রতি ব্রান্ড বিলাতি মদ: ২০,০০০/-, বিদেশি মদ: ২৫,০০০/-ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
০৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৪ |
পণ্য খালাসের অনাপত্তি প্রদান |
সেবা গ্রহীতার আবেদন প্রাপ্তির পর প্রধান কার্যালয় হতে আমদানীর অনাপত্তি প্রদান। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক আবেদন। ২) মাদকদ্রব্য আমদানীর হিসাব বিবরণী। ৩) সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত কমার্শিয়াল ইনভয়েজ। ৪) বিল অব লেডিং। ৫) প্যাকিং লিস্ট। ৬) নির্ধারিত ফি জমা প্রদানের চালানের কপি। |
পণ্য খালাসের অনাপত্তি ফি ১,০০০/-অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান। |
০৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৫ |
ডিস্টিলারি লাইসেন্স। |
নির্ধারিত ফরমে এবংসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে অনুমোদন প্রদান সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা কার্যালয় হতে ইস্যু করা হয়। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠারসত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি। ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি। ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০অনুসরণেচুক্তিপত্র এবং সর্বশেষভাড়া পরিশোধের রশিদ। ৬) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স (যদি থাকে)। ৭) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির খসড়া মানচিত্রের কপি ৮) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্রের কপি। ৯) প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা।
১১) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এরহালনাগাদ কপি। ১২) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের বিবরণ এবং মাদকদ্রব্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টকর্মকর্তা/ কর্মচারিদেরতালিকাও উৎপাদনের প্রক্রিয়া। ১৩) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/কেমিষ্টদের জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি। ১৪) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে (ডিষ্টিলারী/ব্রিউয়ারী) বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/পৌর চেয়ারম্যানের অনাপত্তিপত্র। ১৫) স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র। ১৬) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এর কপি। ১৭) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এর কপি। |
লাইসেন্সের ক্ষেত্রে ১০,০০,০০০/-, নবায়নের ক্ষেত্রে ৫,০০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৬ |
ব্রিউয়ারি লাইসেন্স। |
নির্ধারিত ফরমে এবংসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে অনুমোদন প্রদান সাপেক্ষে সংশ্লিষ্ট জেলা কার্যালয় হতে ইস্যু করা হয়। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি। ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষপ্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসনপর্যন্ত ভূমি উন্নয়ন করপরিশোধের দাখিলের কপি। ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষভাড়া পরিশোধের রশিদ। ৬) প্রতিষ্ঠানটির হালনাগাদট্রেড লাইসেন্স (যদি থাকে)। ৭) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির খসড়া মানচিত্রের কপি। ৮) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্রের কপি। ৯) প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা। ১০) কারখানার উৎপাদনের রেসিপি ও প্রোডাকশন ফ্লো চার্ট এর কপি। ১১) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর হালনাগাদ কপি। ১২) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের বিবরণ এবং মাদকদ্রব্যউৎপাদনের সাথে সংশ্লিষ্টকর্মকর্তা/কর্মচারীদের তালিকা ও উৎপাদনের প্রক্রিয়া। ১৩) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/কেমিষ্টদের জীবনবৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ১৪) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এলকোহল উৎপাদন (ডিষ্টিলারী/ব্রিউয়ারী) বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/পৌর চেয়ারম্যানের অনাপত্তিপত্র। ১৫) স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র। ১৬) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এর কপি। ১৭) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এর কপি। |
৫,০০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৭ |
বিলাতী মদের বন্ডেড পণ্যাগার লাইসেন্স অনুমোদন প্রদান। |
ব্যক্তি অথবা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে পত্রের মাধ্যমে অবহিত করা। |
১) প্রতিষ্ঠানের আবেদন (ডাউনলোড)। ২) ট্রেড লাইসেন্সের কপি। ৩) আয়কর সনদের কপি। ৪) বন্ড লাইসেন্সের কপি। ৫) প্রস্তাবিত গুদাম ঘরের দলিলেল অনুলিপি/ভাড়ার চুক্তিপত্র। ৬) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাইসেন্সের কপি। ৭) প্রতিষ্ঠানটির মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল অব এসোসিয়েশন। ৮) প্রস্তাবিত স্থানে লাইসেন্স প্রদানের বিষয়ে ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান এর অনাপত্তিপত্র। ৯) কর্মকর্তা/কর্মচারীদের তালিকা এবং নিয়োগপত্রের কপি। ১০) আবেদনকারী সম্পর্কে পুলিশ প্রতিবেদনের কপি। ১১) সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের সুপারিশ পত্র। ১২) বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সুপারিশ পত্র। |
৫০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৮ |
বিলাতিমদের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স। |
নির্ধারিত ফরমে এবংব্যক্তি অথবা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে পত্রের মাধ্যমে অবহিত করা। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি। ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি। ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষভাড়া পরিশোধের রশিদের কপি। ৬) প্রতিষ্ঠানটির হালনাগাদট্রেড লাইসেন্স (যদি থাকে)। ৭) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির খসড়া মানচিত্রের কপি। ৮) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র। ৯) প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা। ১০) কারখানার উৎপাদনের রেসিপি ও প্রোডাকশন ফ্লো চার্ট ১১) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর হালনাগাদ কপি। ১২).প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের বিবরণ এবং ১৩) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও সনদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ১৪) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে (ডিষ্টিলারী/ব্রিউয়ারী) বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/পৌর চেয়রম্যানের অনাপত্তিপত্র। ১৫) স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র। ১৬) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ১৭) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। |
৫,০০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২৯ |
বিলাতি/বিদেশিমদ মজুদ ও পাইকারী বিক্রয়ের লাইসেন্স। |
নির্ধারিত ফরমে এবং ব্যক্তি অথবা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে পত্রের মাধ্যমে অবহিত করা। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৪) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি। ৫) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি। ৬) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রশিদের কপি। ৭) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স (যদি থাকে)। ৮) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির খসড়া মানচিত্রের কপি। ৯) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র। ১০) প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা। ১১) কারখানার উৎপাদনের রেসিপি ও প্রোডাকশন ফ্লো চার্ট ১২) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর হালনাগাদ কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ১৩) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের বিবরণ এবং মাদকদ্রব্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারিদেরতালিকাও উৎপাদনের প্রক্রিয়া। ১৪) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ১৫) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এলকোহল উৎপাদন (ডিষ্টিলারী/ব্রিউয়ারী) বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/পৌর চেয়রম্যানের অনাপত্তিপত্র। ১৬) স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র। ১৭) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ১৮) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। |
১,০০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩০ |
বিলাতি/বিদেশিমদের ক্লাব লাইসেন্স লাইসেন্স। |
নির্ধারিত ফরমে এবং ব্যক্তি অথবা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে পত্রের মাধ্যমে অবহিত করা। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি। ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি। ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ,১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রশিদের কপি। ৬) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স (যদি থাকে)। ৭) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির খসড়া মানচিত্রের কপি। ৮) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র। ৯) প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির তালিকা। ১০) কারখানার উৎপাদনের রেসিপি ও প্রোডাকশন ফ্লো চার্ট ১১) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর হালনাগাদ কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ১২) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের বিবরণ এবং মাদকদ্রব্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/ কর্মচারিদেরতালিকাও উৎপাদনের প্রক্রিয়া। ১৩) পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ১৪) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এলকোহল উৎপাদন (ডিষ্টিলারী/ব্রিউয়ারী) বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/পৌর চেয়রম্যানের অনাপত্তিপত্র। ১৫) স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র। ১৬) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ১৭) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। |
২,০০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩১ |
বিলাতী মদ মজুদ ও খুচরা বিক্রয়ের লাইসেন্স (অফ শপ) অনুমোদন প্রদান। |
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে পত্রের মাধ্যমে অবহিত করা। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক লেটার হেড প্যাডে আবেদন (ডাউনলোড) ২) আবেদনকারীর ২ কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠারর সত্যায়িত অনুলিপি। ৩) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানার স্বপক্ষে ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রশিদ একটি বারের জন্য ঠিকানা, অবস্থান সম্বলিত শিরোনাম এবং আবেদনকারীর নাম, সীল মোহর ও স্বাক্ষরযুক্ত ০৩ (তিন) কপি ব্লু প্রিন্ট নকশা কপি। ৪) হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি। ৫) আয়কর প্রত্যয়ণ পত্র। ৬) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ৭) যে স্থানে লাইসেন্স হবে সে ভবনের মালিক/বসবাসকারী ব্যক্তিবর্গের অনাপত্তি পত্র ৮) লাইসেন্স প্রদানের বিষয়ে মাননীয় সংসদ সদস্যের সুপারিশ পত্র। ৯) সংসদ কার্যকর না থাকলে মেয়র/ওয়ার্ড কমিশনারের সুপারিশ পত্র। ১০) লাইসেন্স প্রদানের বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অনাপত্তি পত্র। ১১) আবেদনকারী লিমিটেড কোম্পানী হলে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এবং আর্টিকেল অব এসোসিয়েশন। ১২) হালনাগাদ অডিট রিপোর্ট। ১৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, 2018 এর ১4 ধারা মোতাবেক পুলিশ প্রতিবেদন। |
মহানগর, উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষিত এলাকা, রিসোর্ট ব্যয়বহুল এলাকা-৩০০০০/- পৌর এলাকা-২০,০০০/- অন্যান্য এলাকা- ১০,০০০/- (ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান) |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩২ |
হোটেল রেস্তোরা, হোটেল কাম রেস্তোরা, ক্লাব, বিনোদন কেন্দ্র, বিমান বন্দর, রিসোর্ট, থিমপার্ক ইত্যাদি স্থানে বার এ বিলাতী মদ খুচরা বিক্রয়/ পরিবেশন লাইসেন্স অনুমোদন প্রদান। |
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তির প্রাপ্তি সাপেক্ষে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি। ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পযর্ন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি। ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে চুক্তিপত্র এবং সর্বশেষভাড়া পরিশোধের রশিদ এর কপি। ৬) প্রতিষ্ঠানটির হালনাগাদট্রেড লাইসেন্স (যদি থাকে)। ৭) গোডাউনের খসড়া মানচিত্র (যদি থাকে)। ৮) একটি বারের জন্য “বার এর নাম, ঠিকানা, অবস্থান সম্বলিত শিরোনাম এবং আবেদনকারীর নাম, সীল মোহর ও স্বাক্ষরযুক্ত” ৩ কপি খসড়া মানচিত্রের কপি। ৯) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র। ১০) বিগত করবর্ষের আয়কর সনদের কপি। ১১) প্রতিষ্ঠানটির জমির দলিলের ফটোকপি ও ভাড়ার চুক্তিপত্র। ১২) হোটেল/ রেস্টুরেন্ট/ ক্লাব এর প্রস্তাবিত বার প্রাঙ্গনের খসড়া মানচিত্র তিন কপি ১৩) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বার পরিচালনার বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার/ পৌর চেয়ারম্যানের অনাপত্তিপত্র (সংসদ কার্যকর না থাকলে)। ১৪) স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনাপত্তিপত্র। ১৫) জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতামত (প্রযোজ্য ক্ষেত্রে)। ১৬) ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ১৭) আবেদনকারী সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। ১৮) প্রতিষ্ঠানটির আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধমীয় উপাসনালয় থাকবে না। ১৯) প্রস্তাবিত স্থানে বার লাইসেন্স প্রদান করা হলে সংশ্লিষ্ট ভবন মালিক ও ভবনে অবস্থান/বসবাস/ব্যবসা পরিচালনাকারী ব্যক্তিবর্গের অনাপত্তিপত্র। ২০) ফায়ার বিগ্রেড ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হালনাগাদ নবায়িত লাইসেন্স। ২১) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। উপরোক্ত তথ্যসহ- ২২) প্রতিষ্ঠানটি হোটেল/রিসোর্ট হলে হালনাগাদ হোটেল লাইসেন্স, তিন থেকে পাঁচ তারকা মানের হতে হবে প্রতিষ্ঠানটি ক্লাব/নাইট ক্লাব হলে ক্লাবের রেজিষ্ট্রেশন, সাধরণ তথ্যাবলী , ন্যুনতম ২০০ (দুইশত) মদ্যপায়ী পারমিটধারী এবং ক্লাবটিতে ক্রীড়া, শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজকল্যানমূলক সম্পর্কিত কর্মকান্ডের তথ্য। |
৫০,০০০/-
|
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩৩ |
বিলাতী মদের লেট ক্লোজিং লাইসেন্স (রাত ১০ টার পর সর্বোচ্চ ২ ঘন্টা) অনুমোদন প্রদান। |
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে সিদ্ধান্ত সংশ্লিষ্ট জেলা কার্যালয়কে পত্রের মাধ্যমে অবহিত করা। |
১.বার লাইসেন্সের নবায়নের অনুলিপি। ২.ট্রেড লাইসেন্সের অনুলিপি। ৩.আয়কর প্রত্যয়নপত্রের কপি। ৪.নবায়িত হোটেল/রেস্টুরেন্ট লাইসেন্সের অনুলিপি। আবেদন (ডাউনলোড)। |
৫০,০০০/- (ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান)
|
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩৪ |
দেশিমদ/বিলাতিমদ পানের পারমিট প্রদান। |
ক) অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ফরম নং-২/৯ অনুযায়ী আবেদন (মুসলিম/অমুসলিম) করতে হবে। |
ক। মুসলিম/অমুসলিম: ১) নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর বর্তমান ও স্থায়ী ঠিকানা। ৩) আবেদনকারীর মাতা ও পিতার নাম, পেশা, বয়স, ধর্ম, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সনাক্তকরণ চিহ্ন। ৪) আবেদনকারী যে লাইসেন্সপ্রাপ্ত দোকান/বার/ক্লাব/প্রতিষ্ঠান থেকে বিদেশী/বিলাতীমদ ও মদজাতীয় পানীয় ক্রয় করতে চান তার নাম। ৫) চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী অ্যালকোহল সেবন করতে চাইলে চিকিৎসকের নাম, রোগের নাম, অ্যালকোহলের নাম, অ্যালকোহল সেবনের মেয়াদ ও মাত্রা উল্লেখসহ ডাক্তারের ব্যবস্থাপত্র আবেদনের সাথে সংযোজন করতে হবে। |
ক। মুসলিম/অমুসলিম: ১৫০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৩০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
খ) অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ফরম নং-২/১০ অনুযায়ী আবেদন (বিদেশি নাগরিক) করতে হবে। |
খ। বিদেশি নাগরিক: ১) নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর নাম ও ঠিকানা। ৩) আবেদনকারীর মাতা ও পিতার নাম, পেশা, বয়স, ধর্ম, জাতীয়তা, পাসপোর্ট নং, মোবাইল নং, সনাক্তকরণ চিহ্ন, নিজ দেশের ঠিকানা, ভিসা বা ওয়ার্ক পারমিট নম্বর ও মেয়াদ এবং বাংলাদেশে অবস্থানকালীন মেয়াদ। ৪) বিগত অর্থ বৎসর পারমিট গ্রহণ/ব্যবহার করিয়াছেন কিনা? ৫) কি কি ব্র্যান্ডের এবং কি পরিমাণ মদ/বিলাতীমদ পান করতে ইচ্ছুক তাহার বিবরণ। ৬) অন্যান্য তথ্য: (আবেদনকারী তার আবেদনের যৌক্তিকতা প্রমাণের জন্য সরবরাহ করতে পারেন)। |
খ। বিদেশি নাগরিক: ৩,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৩০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
||
৩৫ |
প্রিকারসর কেমিক্যালস এর আমদানী, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান। |
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি।
৮) বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত গোডাউনের মানচিত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
১৪) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
১৭) সম্ভাব্য বিক্রেতার তালিকা। ১৮) প্রিকারসর কেমিক্যালস মজুদ/রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তির জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি। ১৯) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/ কর্মচারিদের বিবরণ ২০) ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) কপি। |
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩৬ |
প্রিকারসর কেমিক্যালস এর রপ্তানী, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি
১৬) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/ কর্মচারিদের বিবরণ। ১৭) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। ১৮) যে দেশে রপ্তানি করা হবে সে দেশের অনুমতিপত্র। ১৯) ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ।
|
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩৭ |
প্রিকারসর কেমিক্যালস এর উৎপাদন /প্রক্রিয়াজাতকরণ, মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি।
১৭) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/ কর্মচারিদের তালিকা ১৮) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। ১৯) পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র কপি। ২০) ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) । 21) বিনিয়োগ বোর্ডের অনুমতিপত্র। ২২) কারখানার লাইসেন্সের কপি।
২৪) প্রিকারসর কেমিক্যালস ব্যবহারের অনুমোদিত রেসিপি। |
২০,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩৮ |
প্রিকারসর কেমিক্যালস এর আমদানীকারক ব্যতীত মজুদ ও পাইকারী বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (www.dnc.gov.bd হতে ডাউনলোড করা যাবে) । ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি।
১১) বিস্ফোরক অধিদপ্তরের হালনাগাদ সনদ কপি।
১৬) প্রিকারসর কেমিক্যালস মজুদ/রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তির জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
১৮) সম্ভাব্য ক্রেতার তালিকা। |
১৫,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৩৯ |
প্রিকারসর কেমিক্যালস এর মজুদ ও খুচরা বিক্রয় লাইসেন্স প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি।
১৮) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্টদের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র। ১৯) প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারিদের তালিকা। ২০) প্রিকারসর কেমিক্যালস মজুদ/রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তির জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
|
৩,০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৪০ |
প্রিকারসর কেমিক্যালস এর ব্যবহারের পারমিট অনুমোদন প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র /পাসপোর্টের ১ম ৪ পৃষ্ঠার সত্যায়িত অনুলিপি। ৩) দু’কপি পাসপোর্ট সাইজের ছবি ৪) যে ভবনে/ঘরে প্রতিষ্ঠানটি অবস্থিত তার মালিকানা স্বপক্ষে সর্বশেষ প্রচারিত খতিয়ান/ক্রয়কৃত হলে মূল ক্রয় দলিলের অনুলিপি, নামজারি খতিয়ানের কপি এবং হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলের কপি ৫) ভাড়া ভবনে/ঘরে অবস্থিত হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৯০ অনুসরণে হালনাগাদ চুক্তিপত্র এবং সর্বশেষ ভাড়া পরিশোধের রশিদ
৬) প্রতিষ্ঠানটির হালনাগাদ ট্রেড লাইসেন্স কপি। ৭) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্কেচ ম্যাপকপি। ৮) বিষ্ফোরক অধিদপ্তর কর্তৃক অনুমোদিত গোডাউনের মানচিত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। ০৯) প্রতিষ্ঠানটির হালনাগাদ আয়কর পরিশোধের প্রত্যয়ন পত্র ১০) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হালনাগাদ সনদপত্র ১১) বিস্ফোরক অধিদপ্তরের হালনাগাদ সনদ
১২) প্রতিষ্ঠানটির ব্যাংক সলভেন্সীর সনদ
১৩) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন এন্ড আর্টিকেল এসোসিয়েশন এর কপি (প্রযোজ্য ক্ষেত্রে)। ১৪) ট্রেডমার্ক সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) কপি। ১৫) পরিবেশ অধিদপ্তরের হালনাগাদ ছাড়পত্র। ১৬) ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। ১৭) বিনিয়োগ বোর্ডের অনুমতিপত্র। ১৮) কারখানার লাইসেন্সের কপি।
২০) প্রতিষ্ঠানটিতে নিয়োজিত ফার্মাসিষ্ট/ কেমিষ্ট এর জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র। |
বৃহৎ শিল্প কারখানার ক্ষেত্রে ৫০০০/- ও ক্ষুদ্র শিল্প কারখানার ক্ষেত্রে ১০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৬০ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৪১ |
বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান।
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর জেলা/ বিভাগীয় কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে লাইসেন্স ইস্যুর অনুমোদন। |
১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন (ডাউনলোড)। ২) সমাজ সেবা অধিদপ্তরের নিবন্ধন সনদের অনুলিপি/এনজিও ব্যুরোর অনুমতি পত্র। ৩) সংস্থার /প্রতিষ্ঠানের অনুমোদিত গঠনতন্ত্র।
৪) সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত(সংশ্লিষ্ট সভার কার্যবিবরণীসহ) সংস্থার চলমান কার্যকরী পরিষদের নামের তালিকা।
৫) সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত (সংশ্লিষ্ট সভার কার্যবিবরণীসহ) সভার চলতি অর্থবৎসরের বাজেট তালিকা। ৬) সংস্থা কর্তৃক পরিচালিত বিগত ০৬ (ছয়) মাসের মাদকবিরোধী কার্যক্রমের আনুসাংগিক প্রমাণাদিসহ প্রতিবেদন (মাস ভিত্তিক)। ৭) সংস্থার চলমান কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণের ও মেয়াদ শেষ হওয়ার তারিখ সম্বলিত কাগজপত্র । ৮) প্রতিষ্ঠানটির অর্থের উৎস ও কর্ম এলাকা। ৯) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি সভায় এজেন্ডাভূক্ত করণ ও কমিটির সুপারিশ। ১০) জমির দলিল/চুক্তি নামার কপি। ১১) আবেদনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এর কপি। |
দেশব্যাপী ২০০০/-ও স্থানীয় ১০০০/- ফি অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
৪৫ দিন |
মোঃ আব্দুল কাদের
|
৪২ |
আমদানিকৃত প্রিকারসর কেমিক্যালসের শুল্ক খালাসের অনাপত্তি প্রদান। |
প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে প্রধান কার্যালয়ে আবেদন। |
১) প্রতিষ্ঠানের প্যাডে আবেদন। ২) ইনভয়েস, প্যাকিং লিষ্ট, বি,এল ও এলসি’র কপি (সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক সত্যায়িত)। ৩) ট্রেজারী চালানের কপি। |
শুল্ক খালাসের অনাপত্তি ফি ১,০০০/- অধিদপ্তরের অর্থনৈতিক কোড ১৬১০৪০১-১১৪২১০১ তে ট্রেজারী চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা প্রদান। |
০৩ দিন |
মোঃ আব্দুল কাদের
|
২.২) প্রাতিষ্ঠানিক সেবা :
ক্রমিক |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ই-মেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
মন্ত্রণালয়/অধিদপ্তর/বিভাগীয় কার্যালয় থেকে কোন বিষয়ে চাহিত তথ্য/মতামত। |
স্টেকহোল্ডার সংস্থা হতে তথ্য সংগ্রহকরণ। |
- |
- |
পত্র প্রাপ্তির ২০-৩০দিন। |
মোঃ আব্দুল কাদের
|
২ |
মন্ত্রণালয়/অধিদপ্তর থেকে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ। |
অভিযোগ অনুসন্ধান, তদন্ত, সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ |
- |
- |
পত্র প্রাপ্তির ৩০-৪৫ দিন। |
মোঃ আব্দুল কাদের
|
৩ |
মাদকাসক্তি পরামর্শ, চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রসমূহ পরিদর্শন, তত্ত্বাবধান এবং এদের কাজের সমন্বয়। |
সরাসরি |
- |
প্রযোজ্য নয় |
চলমান প্রক্রিয়া |
মোঃ আব্দুল কাদের
|
৩) আপনার কাছে আমাদের প্রত্যাশা:
ক্রমিক |
প্রতিশ্রুতি/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১ |
স্বয়ংসম্পূর্ণ আবেদন করা |
২ |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা। |
৩ |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা। |
৪ |
সঠিক ঠিকানা প্রদান। |
৫ |
আবেদকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস স্পস্ট করে উল্লেখ করা। |
৬ |
নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করা। |
৪) অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS):
ক্র/নং |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা
|
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে না পারলে। |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা(অনিক) |
মোঃ আব্দুল কাদের
|
৩০ (ত্রিশ) কার্যদিবস (সাধারণ) ৪০ (চল্লিশ) কার্যদিবস (তদন্তের উদ্যোগ গৃহীত হইলে) |
২ |
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে। |
আপিল কর্মকর্তা |
জনাব এ কে এম শওকত ইসলাম অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, ঢাকা। ফোন 02-47445850 মোবাইল-01404072100 Email : addirdhkdiv@ dnc.gov.bd |
২০ (বিশ) কার্যদিবস) |